আমার বন্ধু চিকন কালিয়া
Amar Bondhu Chikon Kaliya
কথা: ঈশান মজুমদার
সুর: প্রচলিত
কণ্ঠ: ঈশান মজুমদার
আমার বন্ধু চিকন কালিয়া
[আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া]-২
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া
কেমন আছি?
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া
দেইখো আসিয়া
[আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া]-২
[যদি দেখার ইচ্ছা হয়
তোমার নিঠুর মনে লয়,
কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময়]-২
আমি জল ভরিবার ছল করিয়া
দেখব নয়ন ভরিয়া
জল ভরিবার,
আমি জল ভরিবার ছল করিয়া
দেখব নয়ন ভরিয়া
দেইখো আসিয়া
[আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া]-২
[আমার নিঠুর মনোহর
যদি পাই তোমার লাগর
খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর]-২
আমি প্রেমফাঁসি লইয়া গলে
যাই গো যদি মরিয়া
প্রেমফাঁসি,
আমি প্রেমফাঁসি লইয়া গলে
যাই গো যদি মরিয়া
দেইখো আসিয়া;
[আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া]-২
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া
কেমন আছি?
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া
দেইখো আসিয়া
[আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া]-৩