তোমার নামে শপথ নিলাম
Tomar Name Shopoth Nilam
গানের কথাঃ তোমার নামে শপথ নিলাম,তোমায় আমি কথা দিলাম…
গীতিকারঃ আহমদ জামান চৌধুরী,
সুরকারঃ আজাদ রহমান,
মূলশিল্পীঃ মোঃ খুরশীদ আলম,
চলচ্চিত্রঃ মায়ার বাঁধন (২৭/০২/১৯৭৬ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/শাবানা/শওকত আকবর/সুমিতা দেবী প্রমুখ,
পরিচালকঃ মুস্তাফিজ।
—————
তোমার নামে শপথ নিলাম
তোমার নামে শপথ নিলাম,তোমায় আমি কথা দিলাম,
তোমার নামে শপথ নিলাম,তোমায় আমি কথা দিলাম,
তুমি আমার আমি তোমার,জীবন সাথী হলাম,
জীবন সাথী হলাম,
তোমার নামে শপথ নিলাম,তোমায় আমি কথা দিলাম…ও মধু মিতা,তুমি কবিতা,
ও মধু মিতা,তুমি কবিতা,
ও অনুপমা,নেই যে উপমা,
আমার জীবনে চাইনা কিছু আর কোন উপহার তোমায় যখন পেলাম,
তোমার নামে শপথ নিলাম,তোমায় আমি কথা দিলাম,
তুমি আমার আমি তোমার,জীবন সাথী হলাম,
জীবন সাথী হলাম,
ও সাগরিকা,ও মালোবিকা,
ও সাগরিকা,ও মালোবিকা,
ও সুনয়না,নেই যে তুলনা,
আমার এজীবন হলো যে রঙিন,বাজলো মনোবিন,তোমার হয়ে গেলাম,
তোমার নামে শপথ নিলাম,তোমায় আমি কথা দিলাম,
তোমার নামে শপথ নিলাম,তোমায় আমি কথা দিলাম,
তুমি আমার আমি তোমার,জীবন সাথী হলাম,
জীবন সাথী হলাম!
জীবন সাথী হলাম!
জীবন সাথী হলাম!