Utho Utho Nandalal Lyrics
ওঠো ওঠো নন্দলাল
কথা: আদিত্য কুণ্ডু
সুর ও কণ্ঠ: ভক্ত সাধুচরণ দাস
Utho Utho Nandalal Lyrics
[ওঠো ওঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল
গোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল]-২
[ওঠো ওঠো নীলমণি যশোদার নয়নমণি
ওঠো বাছা হয়েছে সকাল]-২
ওঠো ওঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল
গোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল।
[পূব আকাশে উড়ছে কত নানা রঙের পাখি
কাননে কুসুমে মেলে কত কলি আঁখি]-২
সকলে ডাকিছে তোমায় ওরে ও গোপাল
ঘুমাইও না আর দেখো হয়েছে সকাল
ওঠো ওঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল
গোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল।
[ওঠো গোপাল মুখ ধোও বসে যাও আসনে
সাজাইবে মা যশোদা কুমকুমে চন্দনে]-২
[বাল্যভোগ খেতে দেবে ভরে স্বর্ণ থাল
ঘুমাইও না আর দেখো হয়েছে সকাল]-২
[থালাতে সাজানো আছে নাড়ু ও নবনী
আনন্দে ভোজন করো সাধের গুণমণি]-২
আয়রে শ্রীদাম,আয়রে সুদাম সঙ্গে নে গোপাল
ঘুমাইও না আর দেখো হয়েছে সকাল
ওঠো ওঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল
গোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল
ওঠো ওঠো নীলমণি যশোদার নয়নমণি
ওঠো বাছা হয়েছে সকাল।
[ওঠো ওঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল
গোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল]-২