Mori Hay Re Hay Dukkhe Agun Jole Lyrics | মরি হায়রে হায় দুঃখে আগুন জ্বলে

Mori Hay Re Hay Dukkhe Agun Jole Lyrics
মরি হায়রে হায় দুঃখে আগুন জ্বলে (1989)
কথা ও সুর: প্রচলিত
কণ্ঠ: বাপ্পী লাহিড়ী

Mori Hay Re Hay Dukkhe Agun Jole Lyrics

[(ও) মরি হায় রে হায়
দুঃখে আগুন জ্বলে
হাজার টাকার বাগান খাইলো
পাঁচ সিকার ছাগলে
মরি হায় হায় রে
(হায় হায় রে,হায় হায় রে)]-২
[বলো বলো বলো(আজ বলো)]-৩
হো হো
[চালে ধরে চাল কুমড়া
গাছে ধরে বেল]-২
এত জিনিস থাকতে কেন
সরিষার মধ্যে তেল
মরি হায় হায় রে
(হায় হায় রে,হায় হায় রে)
[বলো বলো বলো(আজ বলো)]-৩
হো হো
[তেলাপোকা,গোবরাপোকা
পোকা নানান জাতি]-২
এত পোকা থাকতে কেন
জোনাকির পিছে বাতি
মরি হায় হায় রে
(হায় হায় রে,হায় হায় রে)
[বলো বলো বলো(আজ বলো)]-৩
হো হো
[খাল শুকনা,বিল শুকনা
নামে না যে ঢল]-২
এত জায়গা থাকতে কেন
ডাবের মধ্যি জল
মরি হায় হায় রে
(হায় হায় রে,হায় হায় রে)
ও মরি হায় রে হায়
দুঃখে আগুন জ্বলে
হাজার টাকার বাগান খাইলো
পাঁচ সিকার ছাগলে
মরি হায় হায় রে
(হায় হায় রে
হায় হায় রে
হায় হায় রে)
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *