দয়াল গুরু বিনে, বন্ধু কে আর আছে রে, এই সংসারে | Doyal Guru Bine, Bondhu Ke Ar Ache Re, Ei Songsare

দয়াল গুরু বিনে, বন্ধু কে আর আছে রে, এই সংসারে
Doyal Guru Bine, Bondhu Ke Ar Ache Re, Ei Songsare
যামিনী গীতি
শিল্পী-ফরিদা পারভিন
দয়াল গুরু বিনে,
বন্ধু কে আর আছে রে,
এই সংসারে।।
ওরে মইরা গেলে পইড়া থাকবে
মইরা গেলে পইড়া থাকবে
দেহ মাটির তলে রে
এই সংসারে।
দয়াল গুরু বিনে
বন্ধু কে আর আছে রে
এই সংসারে।

ভাই বন্ধু যতই দেখ,
থাকতে আপন মনে রাখো রে।।
তুমি গুরু পণে সদাই ডাকো
গুরু পণে সদাই ডাকো
মাখ চরণধূলি রে
এই সংসারে।
দয়াল গুরু বিনে
বন্ধু কে আর আছে রে
এই সংসারে।

স্ত্রী পুত্রাদি দারা সুত,
না পাইবে সময়মত রে।।
দয়াল গুরু থাকবে অবিরত
গুরু থাকবে অবিরত
পারের তরী লইয়া রে
এই সংসারে।
দয়াল গুরু বিনে
বন্ধু কে আর আছে রে
এই সংসারে।

দুই নয়ন মুদিলে পরে,
কেউ রাখবে না আদর করে রে।।
পাগল যামিনী কয় শীঘ্র করে
যামিনী কয় শীঘ্র করে
করবে ঘরের বাহির রে
এই সংসারে।
দয়াল গুরু বিনে
বন্ধু কে আর আছে রে
এই সংসারে।
ওরে মইরা গেলে পইড়া থাকবে
মইরা গেলে পইড়া থাকবে
দেহ মাটির তলে রে
এই সংসারে।
দয়াল গুরু বিনে,
বন্ধু কে আর আছে রে,
এই সংসারে।।

 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *