যেই সব পাখি ফাঁকি দিয়ে | ঘুরে বেড়ায় বন জঙ্গলে | Jei Sob Pakhi Faki Diye | Ghure Beray Bon Jongole

Jei Sob Pakhi Faki Diye
রাগিণী-মনোহরসাই
তাল-খেমটা
গীতিকারঃ মহর্ষি মনোমোহন দত্ত
শিল্পীঃ নুরে আলম সরকার
যেই সব পাখি ফাঁকি দিয়ে।।
ঘুরে বেড়ায় বন জঙ্গলে।
মন পাখি মিশিতে চায়,
যাইয়া ঐ সব পাখীর দলে।।
যেই সব পাখি ফাঁকি দিয়ে।।
ঘুরে বেড়ায় বন জঙ্গলে।
মন পাখি মিশিতে চায়,
যাইয়া ঐ সব পাখীর দলে।।

এত করে করি মানা,
পাখীরে বাসা ছেড় না।।
সে আমার কথা শুনে না।।
তার সনে পারিনা বলে।
মন পাখি মিশিতে চায়,
যাইয়া ঐ সব পাখীর দলে।।

শিকল কেটে ময়না টিয়া,
ঐ সব পাখীর দলে গিয়া।।
আবোল,তাবোল বোল্ শিখিয়া।।
হারা হতে চায় মূলে৷
মন পাখি মিশিতে চায়,
যাইয়া ঐ সব পাখীর দলে।।

আহা! রে জঙ্গলার পাখি,
আর আমায় দিওনা ফাঁকি।।
মনোমোহনের মন আঁখি।।
কেমনে রাখি উলটা চলে।
মন পাখি মিশিতে চায়,
যাইয়া ঐ সব পাখীর দলে।।
যেই সব পাখি ফাঁকি দিয়ে।।
ঘুরে বেড়ায় বন জঙ্গলে
মন পাখি মিশিতে চায়,
যাইয়া ঐ সব পাখীর দলে।।।

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *