আমার কন্ঠে গাহিতে দিও গান
Amar Konthe Gahite Dio Gan
ভবা পাগলা
কথা-ভবা পাগলা
শিল্পী-হৈমন্তী শুক্লা
আমার কন্ঠে গাহিতে দিও গান
আমার কন্ঠে গাহিতে দিও গান
গাহিতে দিও গান
আমার কন্ঠে গাহিতে দিও গান
ব্যথার আগুনে পোড়ায়
এ দেহ আমার
যেদিন হবে অবসান অবসান
আমার কন্ঠে গাহিতে দিও গান।
মধুর ছন্দে ছন্দে তোমারি গীতি
গাহিতে পারি যেন এ শেষ মিনতি
নয়নে হেরিতে দিও তব মূরতি
আশার প্রদীপটুকো কর মোরে দান
আমার কন্ঠে গাহিতে দিও গান।
একা শুধু আমার নহ জানি জননী
বিশ্ব প্রসবিনী তুমি বিশ্ব পালিনী
তবুও তুমি মাগো ভবার ভবানী।।
তোমাতেই সঁপিয়া আছি
এই দেহখান দেহখান।
আমার কন্ঠে গাহিতে দিও গান।