রাধা শুনছে ঘরে বসে
কালাচাঁদের বাঁশি গো।
কখন যাবে জল আনিতে
যমুনারাই ঘাটে গো।।
কালার বাঁশি বড়ো জ্বালাই
কি করে যে দূরে পালাই,
আমি যে, ওই সুরেতেই বাঁধা গো।।
বাঁশি ডাকে প্রেমও ভরে কোথায় কত দুরে,আছো, আমার প্রাণের ও রাধা বাঁশি ডাকে প্রেম ও ভরে কোথায় কত দুরে,আছো, আমার প্রাণের ও রাধা গো।।
কালা যখন বাজায় বাঁশি
জল ফেলে জল নিতে আসি
আমি ওই যমুনারই ঘাটে গো।।
কালা কদম ডালে বসে থাকে মহাসুখে
আর আমার যত জ্বালা থাকে
আর আমার যত জালা গো।
রাধা শুনছে ঘরে বসে কালাচাঁদের বাঁশি গো …
*জয় রাধে*