নারীর চরিত্র বেজায় জটিল | Nari Choritro bejay jotil

নারীর চরিত্র বেজায় জটিল
ছবি-ওগো বধূ সুন্দরী
শিল্পী-কিশোর কুমার

নারীর চরিত্র বেজায় জটিল
কিছুই বুঝতে পারবে না
ওরা কোনো Law মানে না
তাই এদের নাম ললনা।
(বলছো কি?
ঠিক বলছি)
ওরা যুক্তিতর্কের ধার ধারে না
সেন্টিমেন্টে চলে
ইচ্ছেমতো কাঁদতে পারে
হাসে ইচ্ছে হলে।
ওদের মতি গতি
ওদের মতিগতি,তুমি ভাইয়া
predict করতে পারবেনা
নারীর চরিত্র বেজায় জটিল
কিছুই বুঝতে পারবেনা
কিছুই বুঝতে পারবেনা।

(তোমার উপর যখন ওরা
ভীষণ রকম রাগ করেন
জানবে ভালবাসার লক্ষ্মণ
(dangerous
ওরপট্টি!)
হাসলে ওরা ভয়ের কথা
কাঁদলে যেন ঠিক আছে।
হেসে হেসে বসলে পাশে
জানবে পকেট গেছেই গেছে।
ওরা উল্টো করে
ওরা উল্টো করে,সত্যি বলেন
সোজা কথা বলেন না।
নারীর চরিত্র বেজায় জটিল
কিছুই বুঝতে পারবে না
কিছুই বুঝতে পারবা না।

(What,অ্যা)
তবে যাকে ওরা ভালোবাসে
তাকে সব কিছু দেয় নিঃস্ব হয়ে
দুঃখে কষ্টে তার পাশেতে
থাকতে পারে সকল সয়ে।
কিন্তু কিন্তু কিন্তু
বেতাল যদি কর তুমি
সহজে যেন ছাড়বে না
ওরা সব কিছু সয়
সয়না কেবল
ভালোবাসার ছলনা!
নারীর চরিত্র বেজায় জটিল
কিছুই বুঝতে পারবেনা
ওরা সব কিছু সয়
সয়না কেবল
ভালোবাসার ছলনা!
ভালোবাসার ছলনা!
ভালোবাসার ছলনা!
(তাহলে)
ওরা সব কিছু সয়
সয়না কেবল
ভালোবাসার ছলনা!
………………………………………………………………………….




Nari Choritro bejay jotil Bengali Lyrics

Nari Choritro bejay jotil
Kichui bujhte parbena
Ora kono law manena
Tai ader naam? lolona.
(Bolcho Ki?
thik bolechi)
Ora jukti tokker dhar dharena
Sentiment e chole
Icche moton kadte pare
Hashe icche hole.
Oder motigoti,Oder motigoti
Tumi bhaia
predict korte parbena
Nari choritro bejay jotil
kichui bujhte parbena
kichui bujhte parbena.

(Tomar opor jokhon ora
bhishon rokom raag koren,
janbe bhalobasar lokkhon ;
dangerous!
Orporti)
Hashle ora bhoyer kotha
Kadle jeno thik ache
Hese hese bosle pashe
Janbe pocket gechei geche.
Ora ulto kore,Ora ulto kore
sotti bolen
soja kotha bolen na
Nari choritro bejay jotil,
kichui bujhte parbena,
kichui bujhte parbena.

(What ! aa)
Tobe jake ora bhalobase
Take sob kichu dey niswo hoye
Dukkho koshte taar pashete
Thakte pare sokol soye.
(Kintu kintu kintu
betal jodi koro tumi
sohoje jeno charbena
Ora sobkichu soy
soyna kebol
bhalobashar cholona.
Nari choritro bejay jotil
kichui bujhte parbena
Ora sobkichu soy
soyna kebol
bhalobashoar cholona
bhalobashar cholona
bhalobashar cholona.
(Tahole)
Ora sobkichu soy
soyna kebol
bhalobashar cholona.

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *