Urchhi Keno Lyrics | উরছি কেনো কেউ জানেনা

শিরোনামঃ উরছি কেনো
Urchhi Keno Lyrics
শিল্পীঃ রাহুল আকন্দ
অ্যালবামঃ অতল জলের গান
ব্যান্ডঃ জলের গান
গীতিকারঃ শাওন আকন্দ

Urchhi Keno Lyrics

উরছি কেনো
কেউ জানেনা,
যাচ্ছি কত দূর
অজন্ম এক পাপের বোঝা
কাঙ্খিত ভাংচুর ।
তোমার ভুবন তেমার মতন
যেমন ভোরের আলো,
আমার বসত অন্ধকারে
নিরব নিঝুম কালো ।
ভালোবাসার মগ্ন চিতায়
পুড়ছি বছর কুড়ি,
তুমি আকাশ আমি যেন
লাটাই বিহীন ঘুড়ি ।
এমন কপাল ও মন আমার
ধূসর নীলের দেশে,
দিন যাপনের অষ্টপ্রহর
স্বপ্নগুলো ভাসে ।

Check Also

a logo for keylyrics.com

নিতাই গঞ্জে জমছে মেলা Lyrics | Nitai Gonje Jomeche Mela Lyrics

নিতাই গঞ্জে জমছে মেলা Lyrics Nitai Gonje Jomeche Mela Lyrics Dolly Shayontoni Composer: Nazir Mahmood …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *