মিছে সংসারের সংসারী মাইনা নাই চাকুরী লিরিক্স | Miche Songsarer Songsari Mayna Nai Chakuri Lyrics

মিছে সংসারের সংসারী মাইনা নাই চাকুরী লিরিক্স
Miche Songsarer Songsari Mayna Nai Chakuri Lyrics
মিছে সংসারের সংসারী মাইনা নাই চাকুরী
Miche Songsarer Songsari Mayna Nai Chakuri
দ্বিজ দাসের গান

মিছে সংসারের সংসারী মাইনা নাই চাকুরী লিরিক্স

মিছে সংসারের সংসারী মাইনা নাই চাকুরী
এই ঝাকমারি আমি করে দেখেছি
হলো যা হবার বাকি কিছু নাই আর
সকাল সকাল এবার গেলে বাঁচি
(গো সংসারের সংসারী মাইনা নাই চাকুরী
এই ঝাকমারি আমি করে দেখেছি।।)
আমি ভেবেছিলাম ভাইয়ের বল আমার বাহু বল
আপদে বিপদে ভাই সহায় সম্বল
এবার ভাই বলে দাদা ভাগ কইরা দাও আঁধা
আমি জেনে শুনে গাধা হয়েছি।।
আমি ভেবেছিলাম ছেলের মত আপন কেহ নাই
এত কষ্ট কইরা যারে খাওয়াই আর পরাই
এবার ছেলে কয় বুড়া তুমি নষ্টের গুড়া
আমি জেনে শুনে বুড়া হয়েছি।।
প্রাণ প্রিয় পত্নী আমার ভরসার স্থল
অবশেষে ভাবছি যারে সম্বল কেবল
আহা সেই অভাগী করে রাগারাগি
আমি ভুতে ধরা রুগী সেজেছি।।
আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী
সকলার কাছে এখন আমি যেন বেশি
বলে দ্বিজ দাসে কেউ না ভালোবাসে
এবার সকাল সকাল আমি গেলে বাঁচি।।

Miche Songsarer Songsari Mayna Nai Chakuri Lyrics

সংসারে সংসারী, মাইনা নাই চাকরি
এ ঝকমারি করে দেখেছি।
এবার হলো যা হবার,বাকি নাই রে অার
সকাল সকাল গেলে বাঁচি।।
শুনেছিলাম ভাইয়ের বল না কি বড়ো বল
অাপদে বিপদে সহায় সম্বল।
এখন ভাই না বলে দাদা,বাট করে নেয় অাধা
দেখে শুনে গাধা বনেছি।।
প্রাণপ্রিয়া পত্মী ভরসার স্হল
শেষকালে ছিল সম্বল কেবল
এখন চায় না সে অভাগী,কেবল রাগারাগি
ভূতে-পাওয়া রোগী হয়েছি।।
পুত্রের মতো অার এ জগতে নাই
প্রাণপনে যারে খাওয়াই অার পরাই
এখন পুত্র বলে বুড়া,সকল নষ্টের গোড়া
হায় রে কপাল পোড়া কি দায়ে ঠেকেছি।।
অাত্মীয় বান্ধব পাড়া-প্রতিবেশী
সকলের কাছে অামি যেন বেশি
দীন দ্বিজদাসে, কেউ না ভালোবাসে
যাব কার পাশে, ভাবছি।।
– দীন দ্বিজদাস
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *