চাতক স্বভাব না হলে – লালন গীতি – Chatak swabhab na hole

চাতক স্বভাব না হলে

Chatak swabhab na hole

লালন গীতি

 

চাতক স্বভাব না হলে

 

অমৃত মেঘের বারি

মুখের কথায় কি মেলে।

চাতক স্বভাব না হলে।।

 

মেঘে কত দেয় গো ফাঁকি

তবু চাতক মেঘের ভুখী।

অমনি নিরিখ রাখলে আঁখি

তারে সাধক বলে।।

 

চাতক পাখির এমনি ধারা

তৃষ্ণায় জীবন যায় গো মারা।

অন্য বারি খায় না তারা

মেঘের জল বিনে।।

 

মন হয়েছে পবন গতি

উড়ে বেড়ায় দিবারাতি।

ফকির লালন বলে গুরুর প্রতি

মন রয় না সুহালে।।

 

Chatak swabhab na hole

 

Chatak swabhab na hole Lyrics

চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা
চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা
তবু অন্য বারি খায় না তারা
ও তবু অন্য বারি খায় না তারা
ও মেঘের জল বিনে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে

অমৃত মেঘের বারি
মুখের কথায় কি মেলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে

মন হয়েছে পবন গতি
উইড়া বেড়ায় দিবারাতি
মন হয়েছে পবন গতি
উইড়া বেড়ায় দিবারাতি
ফকির লালন বলে গুরুর প্রতি
ও ফকির লালন বলে গুরুর প্রতি
মন রয় না সুহালে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে

অমৃত মেঘের বারি
ও মুখের কথায় কি মেলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *