তুই যদি আমার হইতি রে – Tui Jodi Amar Hoiti Re

 তুই যদি আমার হইতি রে

Tui Jodi Amar Hoiti Re

কথা ও সুর: প্রচলিত

তুই যদি আমার হইতি রে

ও বন্ধু আমি হইতাম তোর

[কোলেতে বসাইয়া তোরে]-২

করিতাম আদর রে

তুই যদি আমার হইতি রে

ও বন্ধু তুই যদি আমার হইতি রে।

[গাছের বল হয় শিকড় বাকল

মাছের বল হয় পানি]-২

[তুমি আমার শীতের কাঁথা]-২

উদলা ঘরের ছাউনি রে

তুই যদি আমার হইতি রে

ও বন্ধু তুই যদি আমার হইতি রে।

[আষাঢ় মাইস্যা ভরা গাঙে

আইলে নয়া পানি]-২

[আমার কি আর লয় না মনে!]-২

খেলতাম নাও দৌড়ানি

[তুই যদি আমার হইতি রে]-২

[তাল গাছের ওই আগায় রে বাবুই

বানায় চিকন বাসা]-২

[বাতাস আইলে রঙ্গে রে দোলে]-২

আমার নাই সে আশা রে

তুই যদি আমার হইতি রে

ও বন্ধু তুই যদি আমার হইতি রে।

[বরই গাছে নাই রে বরই

হুটা কেনে নাড়ো]-২

[তোমার সাথে হয় নাই পিরিত]-২

আঁখি কেনে ঠারো রে

তুই যদি আমার হইতি রে

ও বন্ধু আমি হইতাম তোর

[কোলেতে বসাইয়া তোরে]-২

করিতাম আদর রে

তুই যদি আমার হইতি রে

ও বন্ধু তুই যদি আমার হইতি রে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *