সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না
Sara gaye katile tilok Gour mele na
তুমি ভক্ত দেখে বলছো হরি
তোমার অন্তরেতে বিষের ছুরি
তুমি বোকারে বোঝাইতে পার
তুমি নিজেও বোঝ না
সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না।
গৌর মেলে না ও ভাই কৃষ্ণ মেলে না।।
তুমি ভক্ত দেখে বলছো হরি
তোমার অন্তরেতে বিষের ছুরি
চেয়ে দেখ কাল রজনী কালে ঘেরা
ও সাধন হতে দিলো না।
সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না।
গৌর মেলে না ও ভাই কৃষ্ণ মেলে না।।
ও তোর বৃথা জীবন এমনি যাবে
তোর ভণ্ডামীতে কী ফল হবে
তুমি বোকারে বোঝাইতে পার
তুমি নিজেও বোঝ না
সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না।
গৌর মেলে না ও ভাই কৃষ্ণ মেলে না।।
তাই মুকুন্দ দাস বলছে, হরি,
তোমায় অন্তিম কালে যেন ডাকতে পারি।
চেয়ে দেখ কাল রজনী কালে ঘেরা
ও সাধন হতে দিলো না।
সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না।
গৌর মেলে না ও ভাই কৃষ্ণ মেলে না।।