Tumi Manush Diye Manush Banau
তুমি মানুষ দিয়ে মানুষ বানাও
Lyric – Hasan Singer – Bhagirath Das Baul
তুমি মানুষ দিয়ে মানুষ বানাও
কিন্তু তুমি থাকো কোন জায়গায়
ও আল্লা তোমায় খুঁজতে গিয়ে
পড়ে গেছি ভীষণ দায়।।
এই মানুষেতে থাকলে তুমি
মিরাজে কেন যায় নবী
নবীর ভেতর থাকলে তুমি
দিদার পেল কোন ছবি
তাই আদম ছবি করছ দাবী
তাও দেখি নবীজীর গায়।।
ও আল্লা তোমায় খুঁজতে গিয়ে
পড়ে গেছি ভীষণ দায়।।
আমি সংসারেও চাপে পড়ে
হারাম হালাল কতই খাই
এই সুরাত তুমার হলে
তুমিও তো খাইছো তাই
আমি যাদি দোজখে যায়
তুমি থাকো কোন জাগায়।।
ও আল্লা তোমায় খুঁজতে গিয়ে
পড়ে গেছি ভীষণ দায়।।
আমি চুরি করে ধরা খেলে
মুখে লাগাও চুনকালি
ঠাকুর তুমি রক্ষা কররে
তখন এই কথা কতই বলি
তাই আমি যদি দোজখে যায়
তুমি থাকো কোন জাগায়।।
ও আল্লা তোমায় খুঁজতে গিয়ে
পড়ে গেছি ভীষণ দায়।।
তাই হাসান বলে, ঘোরনিদানে
যাকে আমি সামনে পাই
সেইতো আমার পরম দয়াল(ঠাকুর)
আমি তাঁর চরণে শির নোয়াই
গুণে পড়ে বলছে কথা
বলছে কথা ইজরাইল শাঁই।।
ও আল্লা তোমায় খুঁজতে গিয়ে
পড়ে গেছি ভীষণ দায়।।