তুমি মানুষ দিয়ে মানুষ বানাও | Tumi Manush Diye Manush Banau | Key Lyrics

Tumi Manush Diye Manush Banau

তুমি মানুষ দিয়ে মানুষ বানাও

Lyric – Hasan Singer – Bhagirath Das Baul

তুমি মানুষ দিয়ে মানুষ বানাও
কিন্তু তুমি থাকো কোন জায়গায়

ও আল্লা তোমায় খুঁজতে গিয়ে

পড়ে গেছি ভীষণ দায়।।

এই মানুষেতে থাকলে তুমি
মিরাজে কেন যায় নবী
নবীর ভেতর থাকলে তুমি
দিদার পেল কোন ছবি
 তাই আদম ছবি করছ দাবী
তাও দেখি নবীজীর গায়।।

ও আল্লা তোমায় খুঁজতে গিয়ে

পড়ে গেছি ভীষণ দায়।।

আমি সংসারেও চাপে পড়ে
হারাম হালাল কতই খাই
এই সুরাত তুমার হলে
তুমিও তো খাইছো তাই
আমি যাদি দোজখে যায়
তুমি থাকো কোন জাগায়।।

ও আল্লা তোমায় খুঁজতে গিয়ে

পড়ে গেছি ভীষণ দায়।।

আমি চুরি করে ধরা খেলে
মুখে লাগাও চুনকালি
ঠাকুর তুমি রক্ষা কররে
তখন এই কথা কতই বলি
তাই আমি যদি দোজখে যায়
তুমি থাকো কোন জাগায়।।

ও আল্লা তোমায় খুঁজতে গিয়ে

পড়ে গেছি ভীষণ দায়।।

তাই হাসান বলে, ঘোরনিদানে
যাকে আমি সামনে পাই
সেইতো আমার পরম দয়াল(ঠাকুর)
আমি তাঁর চরণে শির নোয়াই
গুণে পড়ে বলছে কথা
বলছে কথা ইজরাইল শাঁই।।

ও আল্লা তোমায় খুঁজতে গিয়ে

পড়ে গেছি ভীষণ দায়।।





Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *