যা দেখি তার সবই ভালো, কিছু ভালো লাগে না | Ja Dekhi Tar Sobi Valo, Kichu Valo Lage Na | Key Lyrics

যা দেখি তার সবই ভালো,
কিছু ভালো লাগে না।
ভালো কেন একা ভালো,
ভালো কেন একা ভালো…
ও তাই-
ভালো, ভালো লাগে না।
শেষ বিকেলের নদী ভালো,
রঙ্গিন তাঁতের শাড়ী ভালো;
বনলতার চুল ভালো,
আহা, আমার চুলে কেবল ধুলো;
ও তাই
ভালো, ভালো লাগে না।
যা দেখি তার সবই ভালো,
ভালো, ভালো লাগে না।
সাদা মেঘের ভেলা ভালো
নীল আকাশের জ্যোস্না ভালো
আমার ঘরে কইসে আলো
ও তাই
ভালো, ভালো লাগে না।
যা দেখি তার সবই ভালো,
ভালো, ভালো লাগে না।
ধানের ক্ষেতে বাতাস ভালো
সেথা রোদের ঝলোমলো
আমার ঘরে ভাঙ্গা কুলো
ও তাই
ভালো, ভালো লাগে না।
যা দেখি তার সবই ভালো,
ভালো, ভালো লাগে না।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *