বাড়ির পাশে বেতের আড়া | Barir Pashe Beter Ara

বাড়ির পাশে বেতের আড়া
Barir Pashe Beter Ara
মূল গানঃ বারোশিয়া
আংশিক পরিবর্তিত সংস্করণঃ মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান
সুরঃ প্রচলিত
কণ্ঠঃ পলাশ ও অংকন
বাড়ির পাশে বেতের আড়া
হাল জুইড়াছি বিহান বেলা রে
এত বেলা হয় ভাবিজান পান্তা
নাই মোর ক্ষ্যতে রে…
বাড়ির পাশে বেতের আড়া
হাল জুড়াইছে ছোট্ট দ্যাওরা রে
এত বেলা হয় দ্যাওরা মোর পান্তা
খায় না আইসা রে…
পান্তার বাটি হাতে লইয়ে
চলছে ভাবি ঐনা পন্তে রে
চলিতে তার ধাপ উঠে না
ওই না মাঞ্জার বিষে রে
স্বামী আমার যেমন তেমন
দ্যাওরা আমার মনের মতন
দ্যাওরা মরলে হবো পাগল
হবো দেশান্তরী রে…
ক্ষ্যাত নষ্ট দুবলা ঘাসে
নারী নষ্ট পুকুর ঘাটে রে
পুরুষ নষ্ট হয় দ্যাওরা গো
ওই না শহর বাজারে…
জ্যৈষ্ঠ মাসে আম পড়ে
টাপুর টুপুর শব্দ করে রে
দ্যাওরা আমার আম টুকাইয়া
রাখে আমার ঘরে রে…
আম টুকাই ভোর বিহানে
মনটা থাকে ভাবির ধ্যানে রে
একলা ঘরে ভাবি আমার রইছে
কেমন করে রে…
দ্যাওরা আমার বাজারে যায়
পন্তে বড় বাঘের ভয় রে
দ্যাওরারে মুই কিন্যা দিবো
ময়ূর পংখী ঘোড়া রে…
বাজার থাইক্যা আইস্যা দেখি
ভাবি আমার ভানছে ঢেঁকি রে
ভাবির জইন্য আনছি আমি চান্দির
একখান টিকলি রে….

Check Also

a logo for keylyrics.com

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *