প্রেম রোগে পাইলো আমারে
Prem Roge Pailo Amare
লিরিক্স এবং সুরঃ দূরবীন শাহ
প্রেম রোগে পাইলো আমারে,
দরদী নাই এই সংসারে
যৌবন সময় হইলাম সাথী হারা রে।
প্রাণ সখী গো,
সতী নারীর পতি বিনে,
কিসের গৌরব এ ভুবনে,,
লোকে যারে বলবে কপাল পোড়া।
কোন বা দোষে পাইয়া দোষী, প্রান বন্ধু হইল বৈদেশি,
প্রাণ সখী গো, চিন্তা রোগে তনু হইলো সারা গো।
প্রাণ সখী গো,
গেলে যৌবন আর আসেনা,
ভাইটাল নদী উজান হয়না,,
বাসি ফুলে বসেনা ভমরা।
পাইয়া কারো রূপ মাধুরী, আমারে গেলো পসরি,
প্রাণ সখী গো, পুরুষ জাতির এমন প্রেমের ধারা গো।
প্রাণ সখী গো,
রূপ যৌবন সকলি গেল,
প্রাণ যাওয়াটা বাকি রইল,,
কোনদিন পাখি মারবে জানি উরা।
দূরবীন শাহ কয় বুজলাম সখী
কালার পিরিত সবই ফাঁকি,
প্রাণ সখী গো, নিষ্ঠুর প্রেমে মন দিয়না তোরা রে।