এ দুনিয়া রঙের মেলা খেলিতেছি কত খেলা
Ei Duniya Ronger Mela Khelitecho Koto Khela
Ei Duniya Ronger Mela Khelitecho Koto Khela
Narayan Sarkar (Naran Sarkar)
এ দুনিয়া রঙের মেলা খেলিতেছি কত খেলা,
ভব লীলা সাঙ্গ হয়ে যায়,
আজ আমি বসে আছি পার ঘাটায়
আর যাদের কল্যাণে আমি আসিলাম এই ভুবনে ,
কোথায় বা গেল তারা ভাবি মনে মনে
আদরের পিতা-মাতা বিদায় নিয়ে গেল তারা
নিয়তির খেলা বোঝা দায়
আজ আমি বসে আছি পার ঘাটায়
পিছনে তাকিয়ে দেখি ঘোৱ অন্ধকার
আয়ু বেলা অস্ত বুঝি যায় গো আমার,
বাজিল কালের ঘন্টা কেঁদে উঠল মনটা নিতে হবে শেষ বিদায় ৷
আজ আমি বসে আছি পার ঘাটায়
সঙ্গের সাথী ছিল যারা তারা চলে যায়
মাঝি ঘাটে না ভিৱাইয়া ডেকেছে আমায়
নারায়ণ কয় যেতে হবে থাকা তবু নাহি যাবে
গুরু তুমি থাকিও সহায়
আজ সে আছি পার ঘাটায়