কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু | Keno Piriti Barailare Bondhu | শাহ আব্দুল করিম

শিরোনাম: কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
Keno Piriti Barailare Bondhu
শিল্পী: হাবিব ওয়াহিদ
সুরকার: শাহ আব্দুল করিম
গীতিকার: শাহ আব্দুল করিম
Voice: Ashik Lyric: Shah Abdul Karim Tune: Shah Abdul Karim
কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি ,
কেমনে রাখিব তর মন
আমার আপন ঘরে বাদী রে বন্ধু ছেড়ে যাইবা যদি ।।
পাড়া পড়শী বাদী আমার
বাদী কাল ননদী ,
মরম জ্বালা সইতে নারী
দিবানিশি কাদি রেন্ধু ছেড়ে যাইবা যদি ।।
কারে কি বলিব আমি নিজে অপরাধী ,
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি ।।
বাউল আব্দুল করিম বলে
হল এ কী ব্যাধি ,
তুমি বিনে এ ভুবনে কে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি ।
কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি ,
কেমনে রাখিব তর মন
আমার আপন ঘরে বাদী রে বন্ধু ছেড়ে যাইবা যদি ।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *