আপন দেহে আছে মানুষ
Apon Dehe Ache Manush
যামিনী গীতি
আপন দেহে আছে মানুষ
বিরাজ করে নিশিদিনে
ধর মানুষ চিনে রে মন
ধর মানুষ চিনে।
মানুষ আছে প্রতি ঘটে
দূরে নয় নিকটে।
যাওরে মন তুই বেদের ঘাটে।।
দেখবে রে আপন নয়নে।
ধর মানুষ চিনে রে মন,
ধর মানুষ চিনে।।
প্রাণ থাকিতে হয়রে মরা,
তবে মানুষ দেবে ধরা,
একনিষ্ঠা ভক্তি ছাড়া,
হবেনা মন ছাড়া।।
সদাই আসা যাওয়া করে,
যেইনা না মন্বন্তরে।।
পঞ্চবান নিয়া তারে।।
বসে থাকো পদ্মাসনে
ধর মানুষ চিনে রে মন,
ধর মানুষ চিনে।।
মানুষ আছে তিন প্রকার,
নাই তাদের কোনো আকার,
তিন মানু্ষের সৃষ্টি লীলা,
অতি চমৎকার।।
মনের মানুষ চাও যদি তার,
ভাবো নিরবধি।।
আছে ছয়জন দুষ্ট অবধি।।
কয় যামিনী দীনহীনে
ধর মানুষ চিনে রে মন,
ধর মানুষ চিনে।।
আপন দেহে আছে মানুষ
বিরাজ করে নিশিদিনে।
ধর মানুষ চিনে রে মন
ধর মানুষ চিনে।
মানুষ আছে প্রতি ঘটে
দূরে নয় নিকটে।
যাওরে মন তুই বেদের ঘাটে।।
দেখবে রে আপন নয়নে।
ধর মানুষ চিনে রে মন,
ধর মানুষ চিনে।।।