মেনকা মাথায় দে লো ঘোমটা
Menoka Mathay De Lo Ghomta
শিল্পী: পূর্ণদাস বাউল
Menoka Mathay De Lo Ghomta
শিল্পী: পূর্ণদাস বাউল
মেনকা মাথায় দে লো ঘোমটা
ও মেনকা
মেনকা মাথায় দে লো ঘোমটা।
আবার বেছে বেছে করলি জামাই
বেছে বেছে করলি জামাই
চিরকালই নেংটা লো নেংটা
[মেনকা মাথায় দে লো ঘোমটা]-২
[গড়িয়ে সোনার পুতলি
বুড়ো বরে বিয়া দিলি]-২
রাস্তা যেতে ঢলে পড়ে
বাতাসে তার দন্ত নড়ে
মেনকা মেনকা সে যে ভালো
হাতির গলায় ঘন্টা লো ঘন্টা।
মেনকা মেনকা মাথায় দে লো ঘোমটা।
[সতীর চটে বাঘাম্বরা
নির্দয় বেটা গাজায় দেয় দম]-২
আবার হাতে ত্রিশুল মাথায় জটা
হাতে ত্রিশুল মাথায় জটা
টিকি ভিখারির ঢংটা লো ঢংটা।
মেনকা মেনকা মেনকা মাথায় দে লো ঘোমটা
ও মেনকা মেনকা মাথায় দে লো ঘোমটা।
শ্মশানে-মশানে থাকে
ঐ তো ভূতের রাজা।
ও ও মেনকা,শ্মশানে-মশানে থাকে
ঐ তো ভূতের রাজা।
ভবপিতা ভেবে বলে,মেনকা গেলি ভুলে
দেখে সাদা পড়া রংটা লো রংটা।
মেনকা মেনকা মাথায় দে লো ঘোমটা।
[মেনকা মাথায় দে লো ঘোমটা]-২
…………………………………………………………………………
Menoka Mathay De Lo Ghomta
O Menoka
Menoka mathay de lo ghomta
Abar bechhe bechhe korli jamai
Bechhe bechhe korli jamai
Chirokaloi nengta lo nengta
(Menoka mathay de lo ghomta)-2
[Gori e sonar putuli
buro bor-e bia dili]-2
Rasta jete dhole pore
batase tar donto nore
Menoka Menoka se je bhalo
Hatir golay ghonta lo ghonta
Menoka mathay dilo ghomta.
[Sotir chote baghambora
Nirdoy beta gajay dey dom]-2
Abar hate Trishul mathay jota
Hate Trishul mathay jota
Tiki bhikarir dhong ta lo dhong ta
Menoka Menoka
Menoka mathay dilo ghomta.
O Menoka Menoka mathay delo ghomta
Smoshane moshane thake
Oi to vuter raja
O O Menoka,
Smoshane moshane thake
Oi to vuter raja
Bhobopita bhebe bole
Menoka geli bhule.
Dekhe sada pora rong ta lo rong ta
Menoka Menoka mathay dilo ghomta
Menoka mathay dilo ghomta.
মেনকা
বেছে-বেছে করলি জামাই
সে জামাই চিরকালের ন্যাংটা,
মেনকা মাথায় দিল ঘোমটা।
গড়িয়ে সোনার পুতুলি
বুড়ো বরে বিহা দিলি,
রাস্তায় যেতে ঢলে পড়ে
বাতাসে তার দন্ত নড়ে,
সে যে হাতির গলার ঘন্টা।
সতীর কাছে বাঁধা সরা
নিত্য ব্যাটা গাঁজায় দেয় দম,
কপালে তার বসুন্ধরা,
ত্রিশূল হাতে মাথায় জটা
তাতে আবার জোয়ার ভাঁটা,
একি ভিখারীর ঢঙটা।
শ্মশানে-মশানে থাকে
ছাইভস্ম গায়ে মাখে,
ভব পিতা বলছে ভেবে
মেনকা গেলি ভুলে,
ও দেখে সাদা-পারা রঙটা।