আমি হরিনামের ফেরিওয়ালা
Ami HoriNamer Feriwala
কথা, সুর-কৃষ্ণেন্দু ভুঁইয়া
শিল্পী-সমীরণ দাস
হরিনাম যে নিবি পারে যাবি।।
মিটে যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা
আমি হরিনামের ফেরিওয়ালা।
হরিনাম যে নিবি পারে যাবি।।
মিটে যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা
আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা
আমি হরিনামের ফেরিওয়ালা।
হরিনাম যে নিবি গো যে নিবি গো
যে নিবি পারে যাবি যে নিবি পারে যাবি
মিটে যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা
আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা
আমি হরিনামের ফেরিওয়ালা।
[আমি দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিলাই।।
টাকা-পয়সা সোনাদানা চাওয়ার কিছু নাই
আমার আশা কিছু নাই]-২
হরিনাম কত মধুর হরিনাম কত মধুর
যায়না মুখে বলা গো বলা
আমি হরিনামের ফেরিওয়ালা
আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা।
[হরিনামে তরে গেল জগাই আর মাধাই]
হরিনাম ছাড়া জীবের গতি কোনো নাই
হ্যাঁ গো গতি কোনো নাই]-২
[এই হরিনাম সমীরণে]-২
হলো গলারি মালা গো মালা গো মালা
আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা
আমি হরিনামের ফেরিওয়ালা
[হরিনাম যে নিবি পারে যাবি যে নিবি পারে যাবি
মিটে যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা
আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা
আমি হরিনামের ফেরিওয়ালা]-2
[আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা
আমি হরিনামের ফেরিওয়ালা]-2