মন ফকিরা, মনের কথা
Mon Fokira, Monero Kotha
মন ফকিরা, মনের কথা
কথা গুরুজীরা জানে রে
মন ফকিরা, মনের কথা
কথা গুসাইজীরা জানে রে।।
একটা বাঁশ গাছে তে লঙ্কা ধরে,
বাঁশ গাছে তে লংকা ধরে,
বেগুন গাছে ঝিঙা রে…
মন ফকিরা, মনের কথা…
সকাল বেলায় লও সম্বন্ধ
দুপুর বেলায় বিয়ে রে…
আরে বিকেল বেলায় বৌ টা এলো
ছেলে কোলে নিয়ে রে।
মন ফকিরা…
সাগরেতে জল নাই নদীতে মারে ঢেউ।
ওরে নদীতে মারে ঢেউ।
আমার বাপের যখন হয়নাই বিয়ে ,
বাপের যখন হয় নাই বিয়ে
বেটার কোলে বউ রে।
মন ফকিরা…
চিল বিয়াইলো নাদেরে ভাই,
বিড়াল বিয়াইলো ঢালে।
আরে তাদের ছানা ধরে খেল,
একটা দাড়কোনা মাছেরে…।।
মন ফকিরা…
দেশজুড়ে বাবাজী এলো,
আসমান জুড়ে ক্যাঁথা,
আর ঐ বাবাজি মরে গেলে,
সমাধি দিবো কোথা রে?
মন ফকিরা…