তোমার নামই আমায় করলো পাগল
Tomar Nami Amay Korlo Pagol
তোমার নামই আমায় করলো পাগল
সুমধুর নামখানি শোনাও
আমারে আপন করে নাও
তা না হলে দয়াল তুমি
নিজে আপন হইয়া যাও।।
আঠারো হাজারও আলম ঘুমেতে থাকিলে মগন
আমারে জাগাইও তখন ধরি তোমার পাও
প্রেমাগুনে পুইড়া আমার জন্মের পুড়া পোড়াও।।
ভব মায়া বন্ধনেতে চক্ষু গেল কান্দনেতে
কিছু সময় তোমার সঙ্গে থাকার সুযোগ দাও
আমি তোমাতে মিশিয়া রবো দয়াল দয়ার হাত বাড়াও।।
নিঃশ্বাসে বিশ্বাসে তুমি, ভিতরে বাহিরে তুমি
জাহেরে বাতেনে তুমি কি খেলা দেখাও
অধীন হালিম বলে খেলার সাথী আমারে বানাও।।