কোথায় আছেরে সেই দীন দরদী সাঁই | Kothay Achere Sei Din Dorodi Sain | Key Lyrics

কোথায় আছেরে সেই দীন দরদী সাঁই

Kothay Achere Sei Din Dorodi Sain

ফকির লালন সাঁই

কোথায় আছেরে সেই দীন দরদী সাঁই।

চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।।

চক্ষু আঁধার দেলের ধোকায়।

কেশের আড়ে পাহাড় লুকায়।

কি রঙ্গ সাঁই দেখছেন সদায় বসে নিগুম ঠাই।।

এখানে না দেখলাম যারে।

চিনবো তারে কেমন করে।

ভাগ্য গুণে আখেরের তরে যদি দেখা পাই।।

সমঝে ভজন সাধন করো।

নিকটে ধন পেতেও পারো।

লালন কয় নিজ মোকাম ঢুরো বেশি দুরে নাই।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *