দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি
Dekh Na Mon Jhakmari Ei Duniyadari
ফকির লালন সাঁই
দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।
পরিয়ে কপনি ধ্বজা মজা উড়ালো ফকিরি।।
বড় আশার বাসা এ ঘর
পড়ে রবে কোথা রে কার ঠিক নাই তারই।
তোমার পিছে পিছে ঘুরছে সমন
কোনদিন হাতে দেবে দড়ি।।
দরদের ভাই বন্ধু জনা
মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি।
তোমায় খালি হাতে একা পথে
বিদায় করে দেবে তরী।।
যা কর তাই কর রে মন
পিছের কথা রেখো স্মরণ বরাবরই।
দরবেশ সিরাজ সাঁই কয় শোনরে লালন
হোসনে কারো এন্তেজারী।।