ঘরে কে বা ঘুমায় কে বা জাগে | Ghore Ke Ba Ghumay Ke Ba Jage | Key Lyrics

ঘরে কে বা ঘুমায় কে বা জাগে

Ghore Ke Ba Ghumay Ke Ba Jage

ফকির লালন সাঁই

ঘরে কে বা ঘুমায় কে বা জাগে 

কে কারে দেখায় স্বপন?

এ বেলা তোর ঘরের খবর 

জেনে নে রে মন।।

শব্দের ঘরে কে বারাম দেয়

নিঃশব্দে কে আছে সদাই?

যেদিন হবে মহাপ্রলয়

কে কারে করবে দমন।।

দেহের গুরু হয় কে বা

ভক্ত হয়ে কে দেয় সেবা?

যেদিনে তাই জানতে পাবা

মনের ঘোর যাবে তখন।।

যে ঘরামি ঘর বেঁধেছে

কোনখানে সে বসে আছে?

সিরাজ সাঁই কয় তাই না বুঝে

দিন তো বয়ে যায় লালন।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *