দেখো দেখো মনুরায় হয়েছে উদয়
Dekho Dekho MonoRai Hoyeche Udoy
ফকির লালন সাঁই
দেখো দেখো মনুরায় হয়েছে উদয়
দেখো দেখো মনুরায় হয়েছে উদয়
কি আনন্দময় সাধুর সৎ বাজারে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে।।
যথা রে সেই সাধুর বাজার
তথা সাঁইর বারাম নিরন্তর
হেনো সৎ সভায় এনে মন আমায়
আবার যেন ফ্যাড়ে ফেলিস নারে।।
সাধু গুরুর কি মহিমা
বেদাদীতে নাইরে সীমা
হেনো পদে যার নিষ্ঠা না হয় তার
না জানি কপালে কি আছেরে।।
সাধুর বাতাসে রে মন
বনের কাষ্ঠ হয়রে চন্দন
লালন বলে মন খুঁজো কি আর ধন
সাধুর সঙ্গে রঙ্গের বেশ ধরো রে।।
Dekho Dekho MonoRai Hoyeche Udoy
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে।
দেখ দেখ মনরায়, হয়েছে উদয়,
কী আনন্দময় সাধুর সাধবাজারে।।
যথা রে সাধুর বাজার
তথা সাঁইর বারাম নিরন্তর।।
এনে সাধ-সভায়, তবে মন আমায়,
আবার যেন ফ্যারে ফেলিস না রে।।
সাধুগুরু কি মহিমা
দেবে দিতে নাই রে সীমা।।
হেন পদে যার, নিষ্ঠা না হয় তার,
না জানি কপালে কি আছে রে।।
সাধু গুরুর বাতাসের মন
বনের কাষ্ঠ হয় রে চন্দন।।
লালন বলে মন, খোঁজ কি আর ধন,
সাধুর সঙ্গে রঙ্গে দেশ করবে।।