রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই
Rat Pohale Pakhi Bole De Re De Re Kahi
ফকির লালন সাঁই
রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই
আমি গুরু কার্য মাথায় নিয়ে
কি করি আর কোথা যাই।
রাত পোহালে পাখি বলে
দে রে খাই দে রে খাই।।
এমন পাখি কে বা পোষে
খেতে চায় সাগর চুষে
আমি কেমনে যোগাই।
আমার বুদ্ধি গেলো শুদ্ধি গেলো
নাম হলো গো পেটুক সাঁই।।
আমি বলি ও আত্মারাম
মুখে লও আল্লার নাম
আমি যাতে মুক্তি পাই।
ওরে কথায় তেমন হয়না রতন
খাবো খাবো রব সদাই।।
আমি হলাম লাল পড়া
পাখি আমার বেয়াড়া
তার সবুর বুঝি নাই।
ফকির লালন বলে পেট ভরিলে
কিসের আর গুরু গোসাই।।
Rat Pohale Pakhi Bole De Re De Re Kahi
আমি গুরু কার্য্য মাথায় নিয়ে
আমি গুরু কার্য্য মাথায় নিয়ে,
কি করি আর কোথায় যায়,
রাত পোহালে পাখি বলে দেরে খাই,
এমন পাখি কেবা পোষে,
খেতে চাই সাগর চুসে।। তাই কি দিয়ে জোগাই……
আমার বুদ্ধি গেলো স্বাধ্য গেলো,
নাম হল রে পেটুক সাই,
আম হলাম লাল পড়া,
পাখি আমার বেয়াড়া, সবুর বুঝি নাই………..
আর কথাতে হয় না রত, খাব খাব খাব রস সদায়,
আমি বলি ও আত্মারা,
মুখেতে লও আল্লাহ নাম, তুমি তাতে মুক্তি পাও…………….
ফকির লালন বলে পেট ভরিলে কিসের আর গুরু গোসায়