মওলা বলে ডাক মন রসনা
Maula Bole Dak Mon Rosona
ফকির লালন সাঁই
মওলা বলে ডাক মন রসনা
গেল দিন ছাড় বিষয় বাসনা।।
যেদিনে সাঁই হিসাব নেবে
আগুন পানির তুফান হবে
এ বিষয় তোর কোথায় রবে
একবার ভেবে দেখনা।।
সোনার কুঠুরি কোঠা রে মন
সোনার খাট পালঙ্কে শয়ন।
শেষে হবে সব অকারণ
সার হবে মাটির বিছানা।।
ঈমান ধন আখেরের পুঁজি
সেই ঘরে দিলে না কুঞ্জি।
লালন বলে হারলে বাজি
শেষে আর কাঁদলে সারবে না।।