ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
Vobe Manush Guru Nishtha Jar
ফকির লালন সাঁই
সর্ব সাধন সিদ্ধ হয় তার।
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার।।
নদী কিংবা বিল বাঁওড় খাল,
সর্বস্থলে একই এক জল
একা মেরে সাঁই হেরে সর্বঠাই,
মানুষে মিশিয়া হয় বেদান্তর।।
নিরাকারে জ্যোতির্ময় যে
আকার সাকার হইলো সে
দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায়
কলি যুগে হলেন মানুষ অবতার।।
বহু তর্কে দিন বয়ে যায়
বিশ্বাসী ধন নিকটে পায়
সিরাজ সাঁই ডেকে বলে লালনকে
কুতর্কের দোকান তুই করিস না আর।।