মন চলো রূপের নগরে
Mon Cholo Ruper Nogore
ফকির লালন শাহ্
মন চলো রূপের নগরে।
আগে পারা সারা করো পুতের দ্বারে।।
সেথা গোলক পতি তার মূলে স্থীতি।
সেই রূপ সতত বিরাজ করে।।
রূপ ধরে চলো মণিপুরে।
সেথা আছে এক মহাজন পুরুষ রতন
দেখলে জিয়ন্তে রইবি মরে।।
আছে চৌষট্টি কুঠরি আছে সারি সারি।
মণিময় চাঁদোয়া সেই শহরে।।