সবে কি আর হবে রে ধর্মপরায়ন | Sobe Ki Ar Hobe Re Dharmaparayan | Key Lyrics

সবে কি আর হবে রে ধর্মপরায়ন

Sobe Ki Ar Hobe Re Dharmaparayan

ফকির লালন সাঁই

সবে কি আর হবে রে ধর্মপরায়ন।

যার যার ধর্ম সে সে করে তোমার বলা অকারণ।।

ময়ূর চিত্র কেউ আঁকেনা

কাঁটার মুখ কেউ চাছেনা

তেমনি মতোন সব ঘটনা 

যার যাতে আছে সৃজন।।

শশক পুরুষ সত্যবাদী

মৃগ পুরুষ উর্ধ্বভেদী

অশ্ব বৃষ বেহুষ নিরবধী 

তাদের কু-কর্মেতে সদায় মন।।

চিন্তামনি পদ্মীনি নারী

পতি সেবার অধিকারী

শঙ্খীনি হস্তীনি নারী

কর্কশ ভাষায় কয় বচন।।

ধর্ম কর্ম সব আপনারই মন

করে ধর্ম সব মোমিনগন

লালন বলে ধর্মের করণ

প্রাপ্তি হবে নিরঞ্জন।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *