দিল দরিয়ার মাঝে দেখলাম
Dil Doriyar Majhe Dekhlam
ফকির লালন শাহ্
দিল দরিয়ার মাঝে দেখলাম
আজব কারখানা।।
দেহের মাঝে বাড়ি আছে,
সেই বাড়ীতে চোর ঢুকেছে,
ছয় জনাতে সিঁধ কাটিছে,
চুরি করে একজনা।।
দেহের মাঝে নদী আছে,
সেই নদীতে নৌকা চলছে,
ছয় জনাতে গুণ টানিছে,
হাল ধরেছে একজনা।।
দেহের মাঝে বাগান আছে,
সেই বাগানে ফুল ফুটেছে,
ফুলের সৌরভে জগৎ মেতেছে,
লালনের মন মাতলো না।।