সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই
Sadhu Songo Bhalo Songo, Songo Amar Holo Koi
সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই?
সাধু সঙ্গ হলে পরে, জন্ম থেকে উদ্ধার হই।।
যদি সাধুর সঙ্গ পেতাম,
সাধুর সঙ্গে চলে যেতাম,
সাধুর রঙ্গে রং মেশাতাম, সে রং আমার হলো কই?
সোনাতে সোহাগ দিলে,
কঠিন সোনা যায়রে গলে,
সাধুর বাক্যে পাষাণ গলে, মন পাষাণটা গললো কই?
মুখে বলি হরি হরি,
অন্তরেতে জুয়াচুরি,
দেখলে পরে পর নারী, সেই পানেতে চেয়ে রই।।
লালন বলে গেল বেলা,
জপ হরি নামের মালা,
নিত্য জপি কাঠের মালা, মন মালাটা জপলাম কই?