আমি যেদিকে ফিরি সেদিকে হেরি
Ami Je Dike Firi Sedike Heri
আমি যেদিকে ফিরি সেদিকে হেরি
আমি যেদিকে ফিরি সেদিকে হেরি
রূপের মাধুরি নয়নে।
তারে কি আর ভুলিতে পারি
আমার এই মনে।।
সখি,,,,
তোরা বলিস কালো কালো,
কালো নয়সে চাঁদের আলো,
ওসে নয় কালাচাঁদ এমনই চাঁদ,
সে চাঁদের তুলনা নেই কারো সনে।।
দেবের দেব শিব ভোলা,
তাহার গুরু চিকন কালা,
ওসে নয় সে রাখাল ব্রজের রাখাল,
সে রাখালের তুলনা নেই কারো সনে।।
সাধে কি মজেছে রাধা,
সেই কালার প্রেমে সদা,
ও তার স্বভাব কি জানবি,
বললে কি মানবি,
লালন বলে মেনেছে জ্ঞানী জনে।।