এসে কাল সমন বাঁধবে কোন দিনে
Ese Kal Somon Bandhbe Kon Dine
এসে কাল সমন বাঁধবে কোন দিনে।
কেন ডুবলিনে মন গুরুর চরণে?
নিদ্রা বসে নিশি গেলো,
বৃথা কাজে দিন ফুড়ালো, চেয়ে দেখলিনে।
এবার গেলে আর হবেনা পড়বি কুক্ষণে।।
আমার পুত্র আমার দারা,
সঙ্গে কেউ যাবেনা তারা, যেতে শ্মশানে।
আসতে একা যেতেও একা তা কি জানিসনে।।
এখনো তোর আছে সময়,
সাধলে কিছু ফল পাওয়া যায়, যদি লয় মনে।
সিরাজ সাঁই বলেরে লালন ভ্রমে ভুলিসনে।।