ওগো বৃন্দে ললিতে, আমি কৃষ্ণহারা হলেম জগতে
Ogo Brinde Lolite, Ami Krishna Hara Holem Jogote
ওগো বৃন্দে ললিতে।
আমি কৃষ্ণহারা হলেম জগতে।।
সখিরে চল আমরা বনে যাই,
বন্ধুর দেখা নাই,
বৃন্দাবন আছে কতো দূর।
ছাড়িয়া ভবের মায়া,
দেহ করলাম পদছায়া,
ললিতে তাঁর পায়ের ধ্বনি শুনিতে।।
আগে সখি পাছে সখি,
শত শত সখি দেখি,
সব সখির কানে সোনারে।
নদীর কূলে বাজায় বাঁশি,
কপালে তিলক রাশি,
রাধিকার বন্ধু হয় কোন জনেতে।।
বনের পশু যারা,
আমার থেকে ভালো তারা,
সঙ্গে থাকে আপন পতিরে।
তারা পতির সঙ্গে করে আহার,
পতির সঙ্গে করে বিহার,
লালন বলে মজে থাকে আপন পিরিতে।।