পেয়ে ধন হারা হলি, অবোধ মন তোরে আর কি বলি
Peye Dhon Hara Holi, Obodh Mon Tore Ar Ki Boli
পেয়ে ধন হারা হলি।
অবোধ মন তোরে আর কি বলি।।
মহাজনের ধন এনে,
ছিটালি তুই উলুবনে,
কি হবে নিকাশের দিনে,
সে ভাবনা কই ভাবিলি।।
সই করিয়ে পুঁজি তখন,
আনলি রে তিন রতি এক মণ,
ব্যাপার করা যেমন তেমন,
আসলে খা’দ মিশালি ।।
করলি ভালো বেচা-কেনা,
চিনলি না মন রাং কি সোনা,
লালন বলে মন রসনা,
কেন সাধুর হাটে আ’লি ।।