সে রূপ দেখবি যদি নিরবধি সরল হয়ে থাক | Se Rup Dekhbi Jodi Nirobodhi Sorol Hoye Thak | Key Lyrics

সে রূপ দেখবি যদি নিরবধি সরল হয়ে থাক
Se Rup Dekhbi Jodi Nirobodhi Sorol Hoye Thak 
Lyric : Lalon Fakir | লালন ফকির
Vocal : Ananda Das Bairagya | আনন্দ দাস বৈরাগ্য 

সে রূপ দেখবি যদি নিরবধি সরল হয়ে থাক।

আয় না চলে ঘোমটা ফেলে নয়ন ভরে দেখ।।

সরল ভাবে যে তাকাবে,

অমনি সে রূপ দেখতে পাবে,

রূপেতে রূপ মিশে যাবে, ঢাকনি দিয়ে ঢাক।।

চাতক পাখির এমনি ধারা,

অন্য বারি খায় না তারা,

প্রাণ থাকিতে জ্যান্তে মরা, ডালে বসে ডাক।।

ডাকতে ডাকতে রাগ ধরিবে,

হৃৎকমল বিকশিত হবে,

লালন বলে সেই কমলে, হবে মধুর চাক।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *