প্রেম রসের গাছের রস আছে জানে রসিক জনা
Prem Roser Gacher Ros Ache Jane Rosik Jona
গোঁসাই হাঊর
প্রেম রসের গাছের রস আছে জানে রসিক জনা।।
রসিক এর তোরে সুধা গুন ঝরে
তুমি চোট দিলে গাছে রস পাবে না।।
না বুঝে তার আগাগোড়া, কোমরে বেঁধে দরা
উঠতে চাও মন এ কেমন ধারা
ওরে ঝরা গাছ তুই ঝুরবি কোথা, ব্যথা দিলে পাবি ব্যথা
ব্যাথার ব্যাথি যে জন হবে, সুসময় বুঝে লবে
লবে নেবে দেবে খাবে, কোন ভেদে রবে না।।
চৌষ্টি রস আছে পড়া, তিন ধারে হয় চলাফেরা
একটি নলে তিনটি মুখ জোড়া
ওই রস সাদা রাঙা রং এ সবুজ, নিলে করে অত্যন্ত বুঝ
সে রস করিস নারে ঘোলা, সময় হলে ফলা
হেলায় বেলা বয়ে যায় দেখো না ।।
আছে অন্তরে নলিনী নলিন মোলাম, নলিনের পথ আগে তে জান
ওই রস ভাঁর বাধা নয়, মুখ দিয়ে তুই টান
ও তোর তল গড়ার রস তলে আছে, দেহভঁরা বাধ তার কাছে
কেন কাটবি গিয়ে গলা, আছে তোলার মুখ তার খোলা
সময় হলে ফলা ও রস কলমে লেনা ।।
আর কেন তুই করবি কষ্ট, জীরেন রস হয় বড়ই মিষ্ট
পক্ষান্তরে হয় তারে দৃষ্ট
গাছকে যতন করে জড়িয়ে ধরো, পাবে সে রস সুধার তরো
হবে ভূপতি এ দেহ দেহে দেহে দেহ
গোঁসাই হাঊরে বলে তুমি কোরনা সন্দেহ করি মানা।।
প্রেম রসের গাছে রস আছে জানে রসিক জনা।।