কপালের নাম গোপালচন্দ্র
Kopaler Nam GopalChandra
কথা ও সুর : লালন ফকির
সকলই কপালে করে।
কপালের নাম গোপালচন্দ্র
কপালের নাম গুয়ে গোবরে।।
যদি থাকে এই কপালে
রত্ন এনে দেয় গোপালে।
কপালে বিমতি হলে
দূর্বা বনে বাঘে ধরে।।
কেউ রাজা কেউ ভিখারি
কপালের ফ্যার হয় সবারই।
মনের ফ্যারে বুঝতে নারি
খেটে মরি অনাচারে।।
যার যেমন মনের করুণা
তেমনি ফল পেয়েছে সে না।
লালন বলে ভাবলে হয়না
বিধির কলম আর কি ফেরে।।