মানুষতত্ব যার সত্য হয় মনে
Manushtotwa Jar Sotya Hoy Mone
সাঁই লালন
মানুষতত্ব যার সত্য হয় মনে।
সেকি অন্য তত্ত্ব মানে।।
মাটির ঢিবি কাঠের ছবি
ভূত ভবিষ্যৎ দেবাদেবী।
ভোলে না সে এসব রূপী
মানুষ ভজে দিব্যজ্ঞানে।।
জোরোই সরোই লোলা ঝোলা
পেঁচাপেঁচী আলাভোলা।
তাতে নয় সে ভোলনেওয়ালা
যে জন মানুষ রতন চেনে।।
ফেয়োফেপি ফ্যাকসা যারা
ভাকা ভোকায় ভোলে তারা।
লালন তেমনি চটামারা
ঠিক দাঁড়ায় না একখানে।।