দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার | Dekhilam E Songsar Bhojbaji Prokar | Key Lyrics

দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার

Dekhilam E Songsar Bhojbaji Prokar

দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার। 

দেখিতে দেখিতে অমনি কে বা কোথা যায়। 

মিছে এ ঘরবাড়ি মিছে ধন টাকাকড়ি 

মিছে দৌড়াদৌড়ি করি কার মায়ায়।।

কীর্তিকর্মার কীর্তি কে বুঝতে পারে 

সে বা জীবকে কোথায় লয়ে যায় ধরে।

এ কথা আর শুধাব কারে 

নিগুঢ়তত্ত্ব অর্থ কে বলবে আমায়।।

যে করে এই লীলে তারে চিনলাম না 

আমি আমি বলি, আমি কোনজনা।

মরি কি আজব কারখানা 

গুনে পড়ে কিছু ঠাহর নাহি পাই।।

ভয় ঘোঁচে না আমার দিবারজনী 

কার সাথে কোন দেশে যাবে না জানি।

সিরাজ সাঁই কয় বিষম কারগুণই 

পাগল হয় রে লালন যথায় বুঝতে চায়।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *