আদম শহর মক্কা নগর, ফুটল কিসের ফুল | Adom Shohor Mokka Nogor, Phutlo Kiser Phul | Key Lyrics

আদম শহর মক্কা নগর, ফুটল কিসের ফুল
Adom Shohor Mokka Nogor, Phutlo Kiser Phul
বাউল রজ্জ্বব দেওয়ান
আদম শহর মক্কা নগর, ফুটল কিসের ফুল
আঁধারে দিয়েছে আলো ব্রহ্মান্ড আকুল।।
নহে সে ফুল রক্তজবা গোলাপ নয় গোলাপের বাবা।
জপিছে নাম রাত্র দিবা, আল্লাহ রাসুল।
মানুষ নয় সে কর্ণ শুনি মানুষের শিরমণি
দেবতা নয় দৈববাণী, অকুলে দিয়েছে কুল।।
নয় সে অবলা বালা,নাহি তার সংসারের জ্বালা
না করে রাখাল খেলা,আশ্চার্য এক নুরের পুতুল।।
জ্ঞানী নয় সে জ্ঞানের দাতা, কেহ কেহ কয় বিধাতা
কলির জীবন উদ্ধারের কথা,বলে গিয়াছে দ্বীনের রাসুল।।
রজ্জব কয় সে ফুল তুলিতে, চল যাই কাননেতে
চাহে সেই ফুল আরশেতে, পাইতে নবীর পায়ের ধুল।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *