বর্তমানে দেখাও মুরশীদ, অনুমানে মানব কেনে | Bortomane Dekho Murshid, Onumane Manbo Kene | Key Lyrics

বাউল ফুলবাস উদ্দিনের পদ
বর্তমানে দেখাও মুরশীদ, অনুমানে মানব কেনে
Bortomane Dekho Murshid, Onumane Manbo Kene
বর্তমানে দেখাও মুরশীদ,
অনুমানে মানব কেনে,
যেমন মহাম্মদ দেখেছিল,
তেমনি দেখাও দীনহীনে।।
বার লাখ তের হাজার,
তিন শত পঁচিশ প্রচার।
তাহার মধ্যে কেবা অধর,
আমি খুঁজে পাইনি ধ্যানে জ্ঞানে।।
আর এক মোকামেতে শুনা,
নয় লাখ ফকির আনাগোনা,
কোথায় সে খাদেম রব্বানা,
যার নাম জারী ‘কুল-আরফিনে’।।
হায় পাঁচ পাঁচা পঁচিশের ঘরে,
আমায় দেখাও দেখি তারে,
কোন ছুরতে কি আকার ধরে,
চেয়ে আছে কোন দিক পানে।।
অজুদ মাঝে যা দেখালে,
খোদ কুদরিতে আছে মিলে।
খোদ মানুষকে দেখব বলে,
ফুলবাস চেয়ে আছে চরণ পানে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *