এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে
Eso Doyal Amay Par Koro Bhober Ghate
সাঁই লালন
Eso Doyal Amay Par Koro Bhober Ghate
সাঁই লালন
এসো দয়াল আমায়
পার কর ভবের ঘাটে।
দেখে ভবনদীর তুফান
ভয়ে প্রাণ কেঁপে ওঠে।।
পাপ পুণ্য যতই করি
ভরসা কেবল তোমারি।
তুমি যার হও কাণ্ডারি
ভব ভয় তার যায় ছুটে।।
সাধনার বল যাদের ছিল
তারাই কূল কিনারা পেল।
আমার দিন অকাজেই গেল।
কি জানি হয় ললাটে।।
পুরাণে শুনেছি খবর
পতিত পাবন নামটি তোমার।
লালন বলে আমি পামর
তাইতে দোহাই দেই বটে।।