আমার মন চোরারে কোথা পাই | Amar Mon Chorare Kotha Pai | Key Lyrics

আমার মন চোরারে কোথা পাই
Amar Mon Chorare Kotha Pai
লালন সঙ্গীত

Table of Contents

আমার মন চোরারে কোথা পাই

 

আমার মন-চোরারে কোথা পাই।

কোথা যাই আজ মন

কিসে বুঝাই।।

নিষ্কলঙ্কে ছিলাম ঘরে

 কিবা রূপ নয়নে হেরে,

মন তো আমার ধৈর্য নাই।।

ও সে চাঁদ বটে কি মানুষ

দেখে হলাম বেহুঁস

থেকে থেকে ঐ রুপ

 মনে পড়ে তাই।।

রুপের কালে আমায় দংশিলে

উঠিল বিষ ব্রম্মমূলে

কি দিয়ে সে বিষ নামাই

ও বিষ গাঁটরি করা,

না যায় হরা

কি করবে এসে

কবিরাজ গোঁসাই।।

মন বুঝে মন দিতে যে পারে

কে আছে এই ভাব-নগরে

কার কাছে মন প্রাণ জুড়াই।

যদি গুরু দয়াময়

এই অনল নিভায়,

ফকির লালন বলে কেবল

সেই তার উপায়।।

 

Amar Mon Chorare Kotha Pai

মন চোরারে কোথা পাই।
কোথা যাই মন আজ কিসে বুঝাই।।

নিষ্কলঙ্ক ছিলাম ঘরে
কিবা রূপ নয়নে হেরে,
প্রাণে তো আমার ধৈর্য নাই।।

ও সে চাঁদ বটে কি মানুষ
দেখে হলাম বেহুঁশ।
থেকে থেকে ঐরূপ মনে পড়ে তাই।।

রূপের কালে আমায় দংশিলে
উঠিল বিষ ব্রহ্মমূলে,
কেমনে সে বিষ নামাই।
বিষ গাঁঠরি করা না যায় হরা
কি করিবে কবিরাজ গোঁসাই।।

মন বুঝে ধন দিতে পারে
কে আছে এই ভাবনগরে,
কার কাছে মোর প্রাণ জুড়াই।
যদি গুরু দয়াময় এই অনল নিভায়
লালন বলে কেবল সেই তাহার উপায়।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *