রঙ্গিলা বাড়ই রে
Rongila Baroire
বাউল আব্দুল করিম
রঙ্গিলা বাড়ই রে
নানান রঙের খেলা খেলো।।
আমি তোমার প্রেমে পাগল
তোমায় বাসি ভালো।।
তোমার কর্ম তুমি করো
মিছা দোষী আমি
পুড়াইতে তোমার বাসনা
দেশ বিদেশে ভ্রমি
আমার ঘরে থাকো তুমি
তোমার ভাবে চলো।।
যাক না জাতি হোক না ক্ষতি
দুঃখ নাইরে আার
সত্য কইরা কউরে বাড়ই
তুমি কি আমার?
তোমার প্রেমে আব্দুল করিম
মরে যদি ভালো।।